‘সাকিব আর খেলতে পারবে না’
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-০১-২০২৫ ০৫:৫৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০১-২০২৫ ০৬:৪৩:৩৯ অপরাহ্ন
ফাইল ফটো
সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার চলে এসেছে শেষ পর্যায়ে। এই সময়ে এসে একের পর এক ঝামেলায় জড়াচ্ছেন তিনি। প্রথমে পতিত সরকারি দলের সংসদ সদস্য হয়ে জনরোষের মুখে পড়ে দেশে আসা বন্ধ হয়েছে তাজর। এরপর এখন বোলিংয়েও পেয়েছেন নিষেধাজ্ঞা। যার ফলে সাকিবের ক্যারিয়ার শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল বলে মনে হচ্ছে।
এমনটা ধারণা করছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজনও। তার অভিমত, সাকিব আর কখনও ক্রিকেটে ফিরতে পারবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সে বিশ্বসেরা অলরাউন্ডার। তবে একদিন তাঁকে অবসর নিতে হবে। চিটাগং কিংস তাঁকে পায়নি, বড় ক্ষতি হয়েছে তাঁদের। তাঁকে সরাসরি দলে টেনেছিল দলটা। তারা পরিস্থিতিটা বুঝলে অন্য কাউকে দলে ভেড়াত। তাঁর মতো খেলোয়াড় দলে থাকা মানে অনেক বড় বিষয়। তবে সময় সবকিছু ঠিক করে দেয়।’
সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছিলেন গেল বছরের সেপ্টেম্বরে। এরপর থেকে সাকিব জাতীয় দলে ব্রাত্য হয়ে আছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তাকে বিবেচনা করা হয়নি।
এমন পরিস্থিতিতে তাঁর ক্রিকেটের ভবিষ্যৎ ফিকেই মনে হচ্ছে। সেটা সুজনেরও মনে হচ্ছে। তবে সাকিব শিগগিরই দেশে ফিরবেন বলে অভিমত তাঁর। তিনি বলেন, ‘আমি মনে করি না সে আর খেলতে পারবে। তবে সে দেশে ফিরবে কোনো একদিন, এটা নিশ্চয়ই হবে। তবে আমার মনে হয় না সে আর খেলতে পারবে।’
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স