ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৫:০৫:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৫:৫৫:১৪ অপরাহ্ন
১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
১১ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতসাড়ে ৮টা থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।

সার কারখানা সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিনপ্রায় ১১শ' টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারণে গত ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পুনরায় গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলনে নামেন কারখানার শ্রমিকরা। কয়েক দফায় মানববন্ধন করে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও দেয়া হয়। পরবর্তীতে গেল বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। অবশেষে দীর্ঘপ্রক্রিয়ার পর উৎপাদনে ফিরলো কারখানাটি।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, 'গ্যাস সরবরাহ শুরুর পর ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে।'

কারখানার সিবিএর সাধারণ সম্পাদক আবু কাউসার বলেন, দীর্ঘ ১১মাস পর অনেক কাঠখড় পুড়িয়ে কারখানার সার উৎপাদন শুরু করতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। প্রায় ১১শ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের জীবনজীবিকা এ কারখানার ওপর নির্ভর। অন্তবর্তী সরকারের কাছে দাবি, কারখানায় যেন কোন অবস্থাতেই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা না হয়।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ