১৫ বছর পর অস্ট্রেলিয়ার সিডনিতে দেখা মিলেছে ‘কর্পস ফ্লাওয়ার’র। ৭ থেকে ১০ বছরের মধ্যে মাত্র এক দিনের জন্য ফোটা বিরল প্রজাতির এই ফুল দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী।
কর্পস ফ্লাওয়ার বা প্যাট্রিসিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিরল প্রজাতির এই ফুলের দেখা মিলেছে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির রয়্যাল বোটানিক গার্ডেনে। একদিনের জন্য ফোটা এ ফুল বৈজ্ঞানিকভাবে অ্যামরফোফ্যালাস টাইট্যানম নামে পরিচিত।
সংশ্লিষ্টরা বলছেন, চোখের সামনে এ ফুল ফুটতে দেখার দৃশ্য খুবই বিরল। জঙ্গলেও ৭ থেকে ১০ বছরে কর্পস ফ্লাওয়ার মাত্র একবার ফোটে। গত ১৫ বছরে অস্ট্রলিয়ার রয়্যাল বোটানিক গার্ডেনে এর দেখা মেলেনি। তবে এবার আমরা তা দেখছি। খুবই আনন্দ লাগছে।বিরল প্রজাতির এই ফুল দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী। তবে এই ফুল ফোটার পর পঁচা মাংস, ভেজা মোজা ও বিড়ালের খাবারের মতো দুর্গন্ধ বের হয় বলে জানান তারা।
মূলত পাতা মরে গেলে কুড়ি থেকে ফুল ফোটার আরেকটি সুযোগ পায় প্যাট্রিসিয়া। এরপর ফুলটি মরে গেলে ৬ থেকে ১২ মাসের মধ্যে আরেকটি ফল আসে। এই ফলটি অন্য আরেকটি বীজে পরিণত হয়। এরপর অন্য একটি পাতা গাছের আকারে বৃদ্ধি পায়।একাধিক পাতা ও বীজের জীবন চক্রের ভেতর সৌভাগ্যক্রমে কয়েকটি কর্পস ফ্লাওয়ার ফুটতে পারে। বিশাল আকৃতির ফুল লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে। ওজন হতে পারে প্রায় দেড়শ কেজি।বিজ্ঞানীরা জানান, ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা দ্বীপ এই ফুলের আদি নিবাস। সেখানকার সমুদ্রপৃষ্ঠের ৪০০ থেকে ১২০০ ফুট উচ্চতার পাহাড়ি অঞ্চলে এই ফুল জন্মাতে দেখা যায়। পরে উদ্ভিদবিদ্যা চর্চাকারীরা তা বিভিন্ন দেশে নিয়ে যান।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন