৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই দুই রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে মাঝনদীতে আটকা পড়ে ছোট-বড় ছয়টি ফেরি। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।
ঘাট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার করণে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। রাত ১১টার পর থেকে নদীর চ্যানেলগুলোতে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। শুক্রবার রাত ১টার দিকে ওই দুই নৌরুটে কুয়াশা তীব্র আকার ধারণ করে নদীর চ্যানেলের বিকনবাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।এ সময় ১০৭টি যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে ছোট-বড় ৬টি ফেরি। এ ছাড়াও ঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকা রয়েছে শত শত ছোট-বড় যানবাহন।
ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কয়েকদিন ধরেই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আজ কুয়াশার মাত্রা একটু বেশি। এতে গাড়ির চাপও ঘাট এলাকায় বৃদ্ধি পেয়েছে। তবে সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন