বড় ব্যবধানে হারল বাংলাদেশ
আপলোড সময় :
২২-০৯-২০২৪ ০৩:১০:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৯-২০২৪ ০৪:৩০:০৭ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ২২ সেপ্টেম্বর ২০২৪:
দ্রুত উইকেট হারিয়ে আড়াইশর আগে গুটিয়ে গেল বাংলাদেশ। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে হারতে হয়েছে ২৮০ রানে।
যদিও চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় উইকেটহীন ছিল বাংলাদেশ। লড়াইয়ের আভাসও পাওয়া যাচ্ছিল। নাজুমল হোসেন শান্ত একপ্রান্ত আগলে রেখেছিলেন অনেকটা সময় ধরে। কিন্তু আর কেউ ধরতে পারেননি হাল। পরের ঘণ্টাতে ৬ উইকেট হারিয়ে গুটিয়ে গেল আড়াইশর আগে।
ভারত: ৩৭৬ ও ২৮৭ (ইনিংস ঘোষণা), বাংলাদেশ: ১৪৯ ও ২৩৪
টেস্টের তৃতীয় দিনে শনিবার শুভমন গিল ও রিশভ পান্টের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসের ২২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫। আগেরদিন শেষ করে তারা ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে। সেখান থেকে রোববার আর ৭৬ রান যোগ করেই গুটিয়ে যায় সফরকারীরা।
১২৭ বলে ই৮টি চার ও ৩টি ছয়ের মারে ৮২ রান করেন শান্ত।
পঞ্চম উইকেট জুটিতে শান্ত ও সাকিব আল হাসানের লড়াইয়ে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু পানি পানের বিরতির পর ছন্দ হারান সাকিব। রবীচন্দ্রন অশ্বিনকে দিয়ে আসেন নিজের মূল্যবান উইকেট। ভাঙে ৪৮ রানের জুটি। পরে ১ রান করে ফিরে যান লিটন দাসও।
সাকিব করেন ২৫ রান। দলীয় দুইশর আগে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ২০৫ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ১ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন লিটন। শেষে দ্রুত উইকেট হারিয়ে গুটিয়ে যায় ২৩৪ রানে। অশ্বিন ৬টি ও জাদেজা ৩ উইকেট নেন। বিপদের সময় ব্যাট হাতেও হাল ধরেছিলেন তারা। (সূত্র : চ্যানেল আই অনলাইন)
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স