ঢাকা , শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ , ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​খরগোশকে লাথি মারায় গ্রেপ্তার যুবক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০৪:২২:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০৪:২২:২১ অপরাহ্ন
​খরগোশকে লাথি মারায় গ্রেপ্তার যুবক প্রতীকী ছবি
খরগোশকে লাথি মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জাপানি পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ঘটনাটি ঘটেছে জাপানের হিরোশিমা প্রিফেকচারের ওকুনোশিমা দ্বীপে। দ্বীপটি খরগোশের বিশাল সংখ্যার জন্য সুপরিচিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বীপটিতে ৭৭টিরও বেশি খরগোশের মৃত্যুর তদন্ত করছে পুলিশ। তখনই ওই ব্যক্তিকে এ ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়। দ্বীপটির ওয়েবসাইট অনুসারে, ওকুনোশিমা দ্বীপে এক হাজারের বেশি খরগোশ অবাধে বসবাস করে এবং এখানে আসা পর্যটকরা তাদের খাবার খাওয়ায়। রিকু হোত্তাকে নামের ওই ব্যক্তিকে গত মঙ্গলবার খরগোশকে লাথি মারার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি টোকিওর বাসিন্দা। লাথির আঘাতে পরে প্রাণীটি মারা যায় বলে জানা গেছে। পুলিশের একজন মুখপাত্র এএফপিকে এই খবর জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সী ওই ব্যক্তি বাকি ৭৭টি খরগোশের মৃত্যুর সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ।নভেম্বরের শেষে থেকে ৭৭টি খরগোশের মৃতদেহ পাওয়া গেছে। 

পরিবেশ মন্ত্রণালয় সোমবার বলেছে, ‘খরগোশগুলোর মৃত্যুর কারণ সংক্রামক রোগ, ঠাণ্ডা আবহাওয়া বা মানব-সম্পর্কিত হতে পারে, তবে এই মুহূর্তে তা পরিষ্কার নয়।’মন্ত্রণালয় আরো বলেছে, ‘মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।’ ওকুনোশিমা দ্বীপটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিষ তৈরির কারখানা ছিল। এখন সেখানে একটি জাদুঘর রয়েছে।দ্বীপটি খরগোশের উচ্চ প্রজনন হারের জন্য বিখ্যাত।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ