ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের পদচারণায় মুখর ঢাবি ক্যাম্পাস

আপলোড সময় : ২২-০৯-২০২৪ ০১:১৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৪ ০৩:৩৮:১৬ অপরাহ্ন
শিক্ষার্থীদের পদচারণায় মুখর ঢাবি ক্যাম্পাস ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ২২ সেপ্টেম্বর ২০২৪: 
দীর্ঘ ১১২ দিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে ক্যাম্পাস। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার পর থেকে ক্লাস-পরীক্ষায় ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা। 
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। তাঁরা বিভিন্ন হল থেকে সহপাঠীরা মিলে ছোট ছোট দলে এসে ক্যাম্পাস মুখরিত করেন। সেই সঙ্গে বাসে ও মেট্রোরেলেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন।পুরো ক্যাম্পাসেই ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত ছিলেন তাঁরা।
রোববার প্রথম বর্ষ ছাড়া বাকি সব বর্ষের ক্লাস শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
গত ২ জুন গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার বন্ধ শেষে ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুললেও সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। ৫ জুলাই থেকে কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। উভয় পক্ষই দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। সেই থেকে বিভিন্ন ঘটনার পরিক্রমায় প্রায় সাড়ে তিন মাস পর ক্লাসে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ