গৌরনদীতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কোরআন প্রতিযোগিতা ও আলোচনা সভা
আপলোড সময় :
২২-০৯-২০২৪ ১২:১৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৯-২০২৪ ১২:১৪:৩৫ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ২২ সেপ্টেম্বর ২০২৪:
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কোরআন প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং শহীদ মিনার উদ্বোধন ও বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে শহীদ মিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান। পরে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠাতা মুহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী শাহেদ আহম্মেদ চৌধুরী, ব্যাংকার মো. মশিউর রহমান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মো. গিয়াসউদ্দিন মিয়াসহ অন্যান্যরা। আলোচন সভা শেষে কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়।
প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স