ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​মাহমুদুর রহমান মান্না হাসপাতালে

আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৪ ০৬:৩৮:০১ অপরাহ্ন
​মাহমুদুর রহমান মান্না হাসপাতালে ​ফাইল ফটো
বাংলা স্কুপ, ২২ সেপ্টেম্বর ২০২৪: 
হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে অসুস্থবোধ করায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। 
মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। আরও ৩৬ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন তিনি। তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। 
এর আগে গণমাধ্যমে সাকিব আনোয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সে সময় তাঁর হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। কিন্তু তৎকালীন সরকার তাঁকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়। এছাড়া কারামুক্ত হবার পরও তাঁর পাসপোর্ট আটকে রাখা হয়। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি। সূত্র : সমকাল।

ডেস্ক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ