খাগড়াছড়িতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০১-২০২৫ ০৬:১৫:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০১-২০২৫ ১০:০১:১৩ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
খাগড়াছড়ির মানিকছড়িতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে খোকন মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বাবাকে পিটিয়ে আহত করার পর সোমবার (২০ জানুয়ারি) রাতে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত বলে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হওয়ায় চট্টগ্রামের থানা-পুলিশের সহায়তায় মানিকছড়ি থানার পুলিশ অভিযুক্ত খোকন মজুমদারকে ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী রিনা মজুমদার বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন। এরই মধ্যে গ্রেপ্তার খোকন মজুমদার বাবাকে পিটিয়ে হত্যার দায় শিকার করেছেন। হত্যায় ব্যবহৃত লোহার রড বাড়ির পার্শ্ববর্তী বাঁশ ঝাড় থেকে উদ্ধার করা হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স