ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৪:১৪:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৪:১৪:৫৯ অপরাহ্ন
​পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন ​সংবাদচিত্র : সংগৃহীত
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পিরোজপুরে সাইকেল র্যা লি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে এবং পিরোজপুর পৌরসভার সহযোগিতায় জীবাশ্ম জ্বালানি কমানোর লক্ষ্যে এই সাইকেল র্যা লির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যা লির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। 

জেলা প্রশাসক তার বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই তারুণ্যের প্রত্যেকটি দিন হোক ঈদের দিনের মতো আনন্দের। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত এই পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলা। আর সেজন্যই পরিবেশের ভারসাম্য যেন সব সময় বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো মূল্যে পরিবেশ দূষণের হার কমিয়ে আনতে হবে। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান, পৌর প্রশাসক মো. আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

র্যা লিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান নিজে সাইকেল চালিয়ে বিভিন্ন স্কুল-কলেজের ২ শতাধিক ছাত্র-ছাত্রীদের সাথে অংশগ্রহণ করেন। সাইকেল র্যা লিটি জেলা স্টেডিয়াম থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়,সার্কিট হাউস, রানীপুর, বেকুটিয়াব্রীজ হয়ে কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্থায় শেষ হয়।
 

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ