শাহবাগ মোড়ে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০১-২০২৫ ০৩:৩০:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০১-২০২৫ ০৩:৩০:২৫ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ম্যাটস (মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল) শিক্ষার্থীরা। বুধবার (২২জানুয়ারি) দুপুর ১টার দিকে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’ এর ব্যানারে শিক্ষার্থীর সেখানে অবস্থান নেন।
এর আগে কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান তারা। অবরোধের ফলে শাহবাগ মোড়ের চারদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
তাদের দাবিগুলো হচ্ছে—১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ।
বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তারা সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স