ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক ডিজাইনারকে পাগলা গারদে পাঠানো হোক: আসিফ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৩:২০:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৩:২০:১৮ অপরাহ্ন
পোশাক ডিজাইনারকে পাগলা গারদে পাঠানো হোক: আসিফ ​ছবি: সংগৃহীত
পুলিশ-র্যা ব-আনসার বাহিনীর পোশাকের রঙ ও ডিজাইনে আনা হচ্ছে পরিবর্তন। সেই ধারাবাহিকতায় সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন ডিজাইনের পোশাকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ, র্যা ব ও আনসার বাহিনীর এই নতুন পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মধ্যেও অনেকে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত জানাচ্ছেন। এই যেমন সংগিতশিল্পী আসিফ আকবর, নতুন ডিজাইনের পোশাক একদমই পছন্দ করেননি। এমনকি এই তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি!

মঙ্গলবার (২১ জানুয়ারি) আসিফ তাঁর ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিয়োগে  দ্রুত গ্রেপ্তার করা হউক। মানসিক ডাক্তারদের মাধ্যপমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত  চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।’

আসিফের পোস্ট থেকেই বোঝা যাচ্ছে, অনেকের মতো তারও তিন বাহিনীর এই নতুন পোশাক পছন্দ হয়নি।
 
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ