আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন: ইসি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০১-২০২৫ ০৩:১৭:২১ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০১-২০২৫ ০৫:০২:০০ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন।’
বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমানেল বলেন, ‘নির্বাচন কমিশন জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে কমিশন।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’
তিনি বলেন, ‘ভুয়া ভোটার কর্তন করা হবে প্রমাণ সাপেক্ষে। সে ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। অতীতে কিছু ভুল হয়েছে। সেই ভুল সংশোধন করতে গিয়ে নির্বাচন কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। এ কারণে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। সব ভুলত্রুটি থেকে রক্ষা পেতে এখন যে হালনাগাদ শুরু হয়েছে তাতে যাতে করে কোনও ধরনের ভুল না হয় সে জন্য তথ্য সংগ্রহকারীর সঙ্গে সঙ্গে যিনি তথ্য দেবেন তাকেও সতর্ক হতে হবে।’
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ জেলার ১০ উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স