ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০১-২০২৫ ০১:০৪:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০১-২০২৫ ০১:০৪:১২ অপরাহ্ন
​বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল ​সংবাদচিত্র : সংগৃহীত
ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় তারা এসব কর্মসূচি পালন করেন। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়েছে।

ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে সালাউদ্দিন আহমেদের দেওয়া এ হুমকির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন বলেও মিছিলে জানান তারা। তাদের দাবি, বিএনপি থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত সালাউদ্দিনের বিরুদ্ধে মহিলা দলের নেতাকর্মীরাসহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে রাজপথ বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ার করেন তারা।

ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা বলেন, গত ৫ আগস্টের পর হঠাৎ করে বিএনপিতে সরব হয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন। অথচ বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি।

হুমকির শিকার নায়লা আক্তারের অভিযোগ, সদ্যই সালাউদ্দিন যাত্রাবাড়ী এ কে স্কুলের প্রধান শিক্ষককে গালিগালাজসহ অসদাচরণ করেছেন। তার কথা না শুনলে এবং সময়মতো তার সঙ্গে দেখা না করলে ওই শিক্ষককে পিটিয়ে হাড়গোড় ভেঙ্গে দেওয়ারও হুমকি দেন তিনি। এছাড়াও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. নুরে আলমকে একই সভায় সালাউদ্দিন হত্যার হুমকি দিয়েছেন।

তিনি বলেন, শ্যামপুর-কদমতলা এবং ডেমরা-যাত্রাবাড়ীর প্রতিটি কলেজ ও স্কুল কমিটির কাছে টাকা দাবি করছেন সালাউদ্দিন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই আমি দলের হাই কমান্ডের কাছে দ্রুত সময়ে সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবি জানাই।

নায়লা আক্তার বলেন, আমি ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক। নিজেই বিএনপি করি। মহিলা দলের কেন্দ্রীয় সদস্য। আমি বলেছি, আমি এই কলেজে আছি। এখান থেকে কেন চাঁদা নিবেন? একথা বলার পর থেকেই সালাউদ্দিন আমাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছেন।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ