ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঝড়ে মেঘনায় ডুবেছে ১০ ট্রলার, একজন নিখোঁজ

আপলোড সময় : ২১-০৯-২০২৪ ০৮:০২:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৪ ০৮:০২:২৬ অপরাহ্ন
ঝড়ে মেঘনায় ডুবেছে ১০ ট্রলার, একজন নিখোঁজ ​প্রতীকী ছবি। ফাইল ফটো
বাংলা স্কুপ, ২১ সেপ্টেম্বর ২০২৪: 
তীব্র ঝড়ের কবলে পড়ে ভোলায় মেঘনা নদীতে ১০টি মাছ ধরার  ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এক জেলে। তাঁকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা ।
শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে এবং শুক্রবার রাতে জেলার মনপুরা ও সদর উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
১০টি ট্রলারের মধ্যে ৮টি ডুবেছে মনপুরায়। অন্য দুইটি ডুবছে সদরের বঙ্গের চর ও ভোলার চর এলাকায়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব পাঁচটি ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার রাতে এবং শনিবার ভোররাতে জেলায় হঠাৎ তীব্র ঝড় হয়। ঝড়ের কবলে পড়ে শুক্রবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত মনপুরা মেঘনা নদীর চর কলাতলি, মনির বাজার, রামনেওয়াজ মাছঘাট, দক্ষিণ সাকুচিয়া, পুরাতন লঞ্চঘাট এবং কুঠারি চর এলাকাসহ আরও বেশ কয়েকটি জায়গায় মাছ ধরার ৮টি ট্রলার ডুবে গেছে।
মনপুরায় ডুবে যাওয়া ৮টি ট্রলারের সব মাঝিমাল্লা ঝড়ের কবল থেকে উদ্ধার হলেও একটি ট্রলারে থাকা মো. আলাউদ্দিন নামে একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে মো. আলাউদ্দিন মনপুরার বশার মাঝির ট্রলারে ছিলেন বলে জানা গেছে।

 
ডেস্ক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ