৪৭তম বিসিএসে আবেদনের সময় বাড়লো এক মাস
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-০১-২০২৫ ০৭:২২:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০১-২০২৫ ০৭:২২:৫৯ অপরাহ্ন
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন চলছে। আগামী ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে এ আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। তবে স্নাতক পরীক্ষা চলমান থাকা শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
কমিশনের নতুন নির্দেশনা অনুযায়ী- আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রার্থীরা ৪৭তম বিসিএসের আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ, ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে কেবল ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা (২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর আর কারও আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স