ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৬:২৩:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৭:১৬:১৪ অপরাহ্ন
​সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ ​ফাইল ফটো
আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। 

দুদকের এ আবেদন করেন পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজ নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা, ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলন অর্থাৎ মোট ৬৬৫ কোটি ৬৪ লাখ ৩ হাজার ১৯০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। 

আবেদনে আরও বলা হয়, মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ, ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের দায়ে আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ