ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​বেনজীরের রিসোর্টে এনবিআরের অভিযান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৬:১৪:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৬:১৪:৫৯ অপরাহ্ন
​বেনজীরের রিসোর্টে এনবিআরের অভিযান
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জের সাভানা রিসোর্টে অভিযানে গেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা বিভাগ (সিআইসি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সিআইসির ১৫ সদস্যদের একটি টিম ওই রিসোর্টে অভিযান শুরু করে।

অভিযানে থাকা কর্মকর্তারা জানান, বেনজীরের দেওয়া সম্পদের হিসাবের সঙ্গে বাস্তবতার মিল খুঁজতে এনবিআরের গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করছে। দুপুরে রিসোর্টে প্রবেশ করে ৬১২ একরের রিসোর্টটি পরিদর্শন করছেন তারা।

সাভানা রিসোর্টটি এখন জেলা প্রশাসনের অধীনে রয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও এখানে তেমন কোনো উপস্থিতি নেই।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের আগেই তার বিরুদ্ধে গণমাধ্যমে নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

সর্বশেষ গত ডিসেম্বরে বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুদক।

বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ