ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৬ জনের প্রাণহানি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-০১-২০২৫ ০৩:৫৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০১-২০২৫ ০৩:৫৫:৩৫ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
ইন্দোনেশিয়াতে আকস্মিক ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ১০ জন আহত হয়েছেন। দেশটির সেন্ট্রাল জাভার পেকানোনগান শহরে মঙ্গলবার (২১ জানুয়ারি) এই দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছেন। দুর্যোগ প্রশমন সংস্থা ও পুলিশের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম কোমপাস টিভিকে দেশটির আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা বেরগাস কাতুরাসি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস হয়েছে। বৃষ্টির কারণে নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ প্রকৃতির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই বাধাপ্রাপ্ত হলেও নিখোঁজদের জন্য তল্লাশি অব্যাহত আছে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স