শপথ নিলেন দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আতিশি
আপলোড সময় :
২১-০৯-২০২৪ ০৬:৫২:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৯-২০২৪ ০৬:৫২:৪১ অপরাহ্ন
দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আতিশি মারলেনা। সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ২১ সেপ্টেম্বর ২০২৪:
ভারতের দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন আম আদমি পার্টি (এএপি) নেতা আতিশি মারলেনা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় নয়া দিল্লির রাজভবনে আতিশিকে শপথবাক্য পাঠ করান উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা।
আতিশির (৪৩) আগে এত কম বয়সে আর কোনও নেতা বা নেত্রী দিল্লির মুখ্যমন্ত্রী হননি। কংগ্রেসের শীলা দীক্ষিত ও বিজেপির সুষমা স্বরাজের পর অতিশিই দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী।
শনিবার আতিশির সঙ্গে শপথ নিয়েছেন দিল্লি মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য। তাঁরা হলেন সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাশ গাহলট, ইমরান হুসেন এবং মুকেশ আহলাওয়াত। মুকেশ ছাড়া সবাই কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য ছিলেন।
আবগারি (মদ) মামলায় গ্রেপ্তার হলেও অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রিত্ব ছাড়েননি। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পরেই পদত্যাগের ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেন, বলেন, আদালতের রায়ের পর জনতার রায়ের জন্য তিনি অপেক্ষা করবেন। তত দিন রাজ্য চালানোর জন্য আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দল নতুন নেতা বেছে নেবে। আতিশিই হলেন সেই নেতা।
গত মঙ্গলবার কেজরিওয়ালের সঙ্গেই আতিশি রাজভবনে যান। উপরাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন কেজরিওয়াল, আতিশি তুলে দেন পরিষদীয় দলের সিদ্ধান্ত। সেই চিঠিতেই তিনি পরবর্তী সরকার গঠনের দাবি জানান।
আতিশি গত কয়েক বছর ধরে আম আদমি পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, আত্মবিশ্বাসী এবং নির্ভীক নেত্রী হিসাবে পরিচিত। দলটির নেতা গোপাল রাইয়ের মতে, অতিশিকে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রথমত, বিজেপির চাপ সত্ত্বেও তাঁকে দিল্লির জনগণের সেবা চালিয়ে যেতে হবে। দ্বিতীয়টি হল, বিজেপি যদি অরবিন্দ কেজরিওয়ালের সরকারের ইতিবাচক কাজগুলিকে নষ্ট করার চেষ্টা করলে তিনি বাঁচাবেন।
ডেস্ক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স