ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​এক বিলিয়নের মাইলফলকে ‘মোয়ানা ২’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৩:৪৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৩:৪৯:৩২ অপরাহ্ন
​এক বিলিয়নের মাইলফলকে ‘মোয়ানা ২’
মুক্তির পর থেকেই বিশ্ব মাতিয়ে চলেছে অ্যানিমেটেড সিক্যুয়েল ‘মোআনা ২’। প্রথমে ডিজনি+ এর জন্য একটি স্ট্রিমিং টিভি সিরিজ হিসেবে তৈরি করার পরিকল্পনা ছিল এটি। পরে এটি মুক্তি দেয়া সিনেমা হলে। সিনেমাটি এখন বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয় করে দারুণ এক সাফল্যের উদাহরণ তৈরি করেছে।

এখন পর্যন্ত ‘মোআনা ২’ মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৪৫ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিকভাবে ৫৬৭ মিলিয়ন ডলার আয় করেছে।এতে করে মোট আয় ১.০৯ বিলিয়নে পৌঁছেছে, ভ্যারাইটির দাবি।
এ নিয়ে ২০২৪ সালে ডিজনির তিনটি সিনেমা বিলিয়ন ডলার আয় করার সাফল্য দেখালো। এর আগে গেল বছরের জুনে মুক্তি পাওয়া ‘ইন্সাইড আউট ২’ এবং ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ এই মাইলফলক অতিক্রম করে। ‘মোয়ানা ২’ সেই তালিকার তৃতীয় সিনেমা। বলা যায়, তিনটি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ডিজনি চমৎকার একটি বছর শেষ করেছে। আর কোনো প্রতিষ্ঠান এমন সাফল্য দেখাতে পারেনি।

ইউনিভার্সালের ‘ডেসপিকেবল মি ৪’ ছবিটি ৯৬৯ মিলিয়ন ডলার আয় করে সবচেয়ে কাছাকাছি আসতে পেরেছে।

২০১৯ সালের ২৮ নভেম্বর মুক্তি পায় ‘মোআনা ২’। ছবিটি থ্যাংকসগিভিংয়ের ৫ দিনের ছুটিতে ২২৫ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিস রেকর্ড স্থাপন করে। তারপর ধারাবাহিক দর্শকপ্রিয়তায় সিনেমাটি বড় অংকের আয় ঘরে তুলেছিল। এবার ‘মোয়ানা ২’ সেই পথেই নতুন মাইলফলক তৈরি করেছে।ভ্যারাইটি আরও জানাচ্ছে, সিক্যুয়েলটির বিশাল সাফল্যের পর ‘মোআনা’র তৃতীয় কিস্তিও আসতে চলেছে দ্রুতই।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ