ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০১-২০২৫ ০২:৫৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৫ ০২:৫৯:২৯ অপরাহ্ন
​মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা আটক ​সংবাদচিত্র : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২ বাংলাদেশি ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের পাচারে জড়িত থাকার অভিযোগে তিন দালালকেও আটক করা হয়। সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে তাদের আটক করা হয়।

আটক তিন দালাল হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২), হামিদ উল্লাহ (৩২)। এছাড়া উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প ও আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গারা রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত বলেন, সোমবার দিবাগত রাতে মানবপাচারকারী একটি চক্র টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় ১৯ জনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জমায়েত করে। এ খবর পেয়ে এসআই বদিউল আলমের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। অভিযানে তিন দালাল এবং ১৯ জন ভিক্টিমকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ১২ জন শিশু রয়েছে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ১৯ জনের একটি দলকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাচারের প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্য আসে। পরে পুলিশের একটি দল বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীসহ যৌথ অভিযান চালায়। স্থানীয় জাফর আলম নামে এক ব্যক্তির বসতঘরের পেছন থেকে তাদের আটক করা হয়। একই স্থান থেকে দালালরাও আটক হয়।
 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ