ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি ‘আপাতত’ বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০১-২০২৫ ০২:০৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৪:১৭:৪৫ অপরাহ্ন
ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি ‘আপাতত’ বন্ধের সিদ্ধান্ত ​ফাইল ফটো
নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রি ‘আপাতত’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান।

অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কৃষিপণ্য কম মূল্যে বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এই কার্যক্রমের সুবিধাভোগী ছিল প্রায় ৮ লাখ মানুষ।

ডিম, আলু-পেঁয়াজসহ নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ে ভোক্তাদের ব্যাপক সমালোচনা ও উদ্বেগের মধ্যে গত অক্টোবরে খোলা বাজারে কৃষিপণ্য বিক্রির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। যেখানে নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে ডিম, আলু , পেঁয়াজ, কাঁচামরিচসহ ১০ টি পণ্য বিক্রয় করা হতো। গত ২৬ ডিসেম্বর থেকে বন্ধ থাকা এই কার্যক্রম পুনরায় চালু করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওএমএসের সময়সীমা ছিল। সেটি আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কারণ সবজিসহ কিছু পণ্য এতো কম মূল্যে দেয়া হতো যে সেটা আর দেয়া যায় না। এখন পণ্যের সরবরাহও আছে।

বিভিন্ন পণ্যের উপর ভ্যাট-ট্যাক্স আরোপ করার কারণে মূল্য বৃদ্ধিতে তেমন প্রভাব পড়েনি উল্লেখ করে তিনি আরও বলেন, তবে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ভ্যাট আরোপের বিষয়ে আগামী বাজেটে সমন্বয় করা হবে।

বর্তমানে চালের দাম সহনশীল পর্যায়ে রয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সরবরাহ পদ্ধতিতে কিছু জটিলতার কারণে মাঝে চালের দাম বেড়েছিল। চাষাবাদে ঘাটতি মেটাতে ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ