ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০১-২০২৫ ১০:০৭:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০১-২০২৫ ১০:০৭:৩৩ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পাঁচটি স্পটে অভিযান চালিয়েছে তিতাস।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকারী দল ফতুল্লার মডার্ণ হাউজিং এলাকায় ৪০টি সংযোগ বিচ্ছিন্ন করে, যার মধ্যে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ০৬টি সংযোগ কিলিং করা হয়। এ সময় প্রায় ৪০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখান থেকে প্রায় ৩০০ ফুট বিতরণ পাইপ উচ্ছেদ করে তা জব্দ করা হয়।
এছাড়া মডার্ণ হাউজিংয়ের পাশে একজন গ্রাহকের অনুমোদিত ০৮টি ডাবল চুলার স্থলে ২৮টি ডাবল চুলা অবৈধভাবে লাইন টেনে ব্যবহারের করায় তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত গ্রাহককে ৯০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের অংশ হিসেবে ইতিপূর্বে অনুমোদন অতিরিক্ত স্থাপনা ব্যবহারের কারণে বিচ্ছিন্নকৃত গ্রাহক মেসার্স নিউট টপ টেক্সটাইল বিডি লিমিটেডের গ্যাস সংযোগটি কন্ট্রোল ভাল্ব থেকে কর্তন করে কিল করা হয়েছে।
পিলকুনি, নন্দলালপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় একটি মশার কয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও আলকোবা ওয়াশিং কারখানায় প্রাথমিক অনুসন্ধানে গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে আলকোবা ওয়াশিং কারখানার কার্যক্রম অনুসারে গ্যাস সংযোগের সম্ভাবনা থাকায় প্রতিষ্ঠানটিকে মনিটরিং এ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স