ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে বাল্যবিবাহ পণ্ড, বরের ৭ দিনের জেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৪:২০:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৪:২০:২৮ অপরাহ্ন
কাউখালীতে বাল্যবিবাহ পণ্ড, বরের ৭ দিনের জেল বাংলা স্কুপ
পিরোজপুরের কাউখালীর পার সাতুরিয়া গ্রামে প্রস্তুতির সময় বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বিচারক কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্ত ১৯ বছর বয়সি রাহাত খান কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিন খানের ছেলে।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পার সাতুরিয়া গ্রামে আল আমিন খানের বাড়িতে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও সজল মোল্লা বরের পিতা আল আমিন খানের বাড়িতে যান এবং বিয়ে বন্ধ করে দেন। সে সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কনে ও অভিভাবকসহ অনেকে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
 
স্থানীয়রা বলেন, এই বাল্যবিবাহ বন্ধ হওয়ার পাশাপাশি বরের সাজা হওয়ায় অন্য অভিভাবকেরা সচেতন হবেন।
 
এ বিষয়ে কাউখালী থানার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. সোলায়মান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত রাহাতকে রোববার (১৯ জানুয়ারি) সকালে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ