আওয়ামী লীগ নেতাকে জামায়াতের ওয়ার্ড সভাপতি ঘোষণা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০১-২০২৫ ০১:৫৪:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০১-২০২৫ ০২:১৯:৫২ অপরাহ্ন
ফাইল ফটো
কুমিল্লার তিতাসে মো. আবু হানিফ নামে এক আওয়ামী লীগ নেতাকে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ঘোষণা করা হয়েছে।
আবু হানিফ জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হওয়ার কথা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল থেকে প্রকাশ্যে আসার পর থেকে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
মো. আবু হানিফ উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
স্থানীয় সূত্র জানান, আবু হানিফ মেম্বার আওয়ামী লীগ সরকারের আমলে মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই সময় আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
এ বিষয়ে জানতে আবু হানিফ মেম্বারকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন বলেন, আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। জামায়াতের রাজনীতিতে কোনো আওয়ামী লীগ অনুপ্রবেশ করেনি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স