ভৈরব পাগলা কুকুরের কামড়ে আহত ১৭
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০১-২০২৫ ১২:০১:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০১-২০২৫ ১২:০১:২৬ অপরাহ্ন
কিশোরগঞ্জের ভৈরবে পাগলা কুকুরের কামড়ে ভৈরব উপজেলা শিক্ষা প্রকৌশলী, বৃদ্ধা নারী পুরুষ শিশুসহ ১৭ জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদেরকে কামড় দেয়। আহত ১৬ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মেহেদি হাসান।
এ ঘটনায় আহতরা হলো, উপজেলা শিক্ষা প্রকৌশলী রেজাউল ইসলাম(৩৩), পৌর শহরের চণ্ডিবের এলাকার ২ বছরের শিশু সন্তান রফিয়া, ৪ বছরের শিশু সাহাবী ও পপি বেগম (৩৮), স্বপন মিয়া (২৫), গাছতলা ঘাট এলাকার বৃদ্ধা রাফিয়া (৬০), ভৈরবপুর এলাকার খোকন মিয়া (৩৮), পঞ্চবটি এলাকার নাজিদ মিয়া (৪৩), উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার সেলিম মিয়া (২০), একই এলাকার নুপুর বেগম (১৪), জাহানারা বেগম (৭০) ও রাজ্জাক মিয়া (৬০) ও স্মৃতি বেগম (৩০), আগানগর এলাকা দীপ্তি আক্তার (১৩), সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের রইছ মিয়া (৬৫) সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও হাসপাতাল চত্বরের মসজিদে নামাজ পড়তে আসা একজন মুসল্লী রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল ৩ টা থেকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রাম থেকে পাগলা কুকুরটি কামড়ানো শুরু করে। পর্যায়ক্রমে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর, শহরের স্টেডিয়াম পাড়া মেরাতলী এলাকায়, চণ্ডিবের এলাকায়, গাছতলাঘাট এলাকায়, ভৈরবপুর এলাকায় ও পঞ্চবটী এলাকায় শিশু, বৃদ্ধাসহ বেশ কয়েকজন নারী পুরুষকে কামড় দিয়ে আহত করে৷
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মেহেদি হাসান বলেন, হাইড্রোফোবিয়া রোগে আক্রান্ত হয়েছে কুকুরটি। পানি দেখলে কুকুরটি বেশ ক্ষিপ্ত হয়ে যায়। এটাকে জলাতঙ্ক রোগ বলে। বিকাল থেকে রাত পর্যন্ত ১৭ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এই কুকুরটি অন্য কুকুরকে কামড়ালে তারাও এই রোগে আক্রান্ত হতে পারে। দ্রুত কুকুরটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা দরকার।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স