ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​উল্লাপাড়ায় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজন নিয়ে সংলাপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩৫:২৫ অপরাহ্ন
​উল্লাপাড়ায় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজন নিয়ে সংলাপ বাংলাস্কুপ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজন ধারার উন্নয়নে অংশীজনদের সঙ্গে সংলাপ  হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার লাহিড়ী মোহনপুর কে এম ইনস্টিটিউশন হাইস্কুল মাঠে অ্যাক্সেস প্রকল্পের অধীনে এ অনুষ্ঠান হয়। এতে সাতটি ডেইরী সমবায় ও একটি মৌচাষী সমবায় সমিতির  খামারীদের সাথে সচিব পর্যায়ের কর্মকর্তাদের সংলাপ  হয়। 

সারা বাংলা কৃষক সোসাইটি (এসবিকেএস) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন এফএও বাংলাদেশের প্রতিনিধি জিয়াওকুনশি। 

এছাড়া আদর্শ প্রাণিসেবা ও  প্রাণিসম্পদের ডিজিটালাইজেশনের প্রধান নির্বাহী ফিদা হক, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদা আক্তার, মডেল থানা অফিসার ইনচার্জ  মো. রাকিবুল হাসান, লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের  প্রশাসক ও উপজেলা মো. ছানোয়ার হোসেন,  ইউপি সদস্য গোপাল চন্দ্র ও দুগ্ধজাত পণ্যের উৎপাদনকারী গোপাল চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খামারীরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।  

অতিথিরা খামারীদের দুগ্ধজাত পণ্য উৎপাদন কারখানা ও মধু রিফাইনারী প্ল্যান্ট পরিদর্শন করেন। 

বাংলাস্কুপ/প্রতিনিধি//এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ