ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​শীতে বেপরোয়া মোটরসাইকেল

সড়কে ১৫ মৃত্যুর ৯জনই মোটরসাইকেল আরোহী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:২৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:২৭:৫৮ অপরাহ্ন
সড়কে ১৫ মৃত্যুর ৯জনই মোটরসাইকেল আরোহী প্রতীকী ছবি
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি ঘটেছে।  তাদের মধ্যে মোটরসাইকেলেই ৯জনের মত্যৃ হয়েছে। শীতে বেপরোয়া হয়েই মোটরসাইকেল চালান বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। এদের মধ্যে শীতের সকালে মোটরসাইকেল করে তিন বন্ধু গেলেন গোপালগঞ্জের কাশিয়ানীতে রস খেতে। সেখানেই তাদের মৃত্যু হলো। চট্টগ্রামের মিরসরাইয়ে রাতে ঘুরতে গিয়ে আরো তিনজন ও কক্সবাজারের চকোরিয়ায় একজন নিহত হয়েছেন। বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। উলিপুরে অটোরিকশার চাপায় আরশি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আরেক যুবকের। শুক্রবার (১৭জনাুয়ারি) বাংলাস্কুপের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

গোপালগঞ্জ প্রতিনিধি জানান-গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরও সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুর গাছের রস খেতে যাচ্ছিল। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো একটি গাড়ি তাদের চাপা দেয়। আমরা ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মিরসরাই প্রতিনিধি জানান- চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী নিহত হয়েছেন। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা সবাই উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হয়েছেন। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান- লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ফয়সাল ফরাজী নামে ছাত্রশিবিরের এক সাবেক নেতা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে করে বের হন ফয়সাল। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় মারা যান তিনি। নিহত ফয়সাল উপজেলার বাংগা খাঁ ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগরের ফজুমিয়ারহাট শাখায় কর্মরত ছিলেন। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইনজীবী মহসিন কবির মুরাদ। তিনি বলেন, ‘ফয়সাল অত্যন্ত ভালো মানুষ এবং ইসলামের জন্য নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছে জেলা জামায়াত।’ ওসি আবদুল মোন্নাফ বলেন, ‘নিহত ফয়সালের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢামেক প্রতিনিধি জানান- রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাকের ধাক্কায় মো. সিয়াম মৃধা (১৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. নয়ন (১৮) আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পল্লবী থানাধীন মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়ামের গ্রামের বাড়ি বাগেরহাটে। তার বাবার নাম মো. আবু বক্কার। বর্তমানে মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহত সিয়ামের দুলাভাই মোহাম্মদ রিয়াজ জানান, সিয়াম তার বন্ধু নয়নের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘুরতে বের হয়। কালশী ফ্লাইওভারের নিচে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সিয়াম মৃধাকে রাত পৌনে একটার  দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক নয়নকে স্থানীয় হাসপাতালে দেওয়া হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইন চার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট পল্লবী থানায় অবগত করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি জানান- পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন বাসযাত্রী। নিহতরা হলেন- রিয়াদ কাজী (২০) ও শাহিন (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত  বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর থেকে রাজিব পরিবহনের একটি বাস মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এ সময় রিয়াদ ও শাহিন নামের দুই পথচারী এবং বাসের ১ যাত্রী মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহিনও মারা যায়।নিহত রিয়াদ পূর্ব উত্তর শংকরপাশার মো. কামাল কাজীর ছেলে এবং শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের জন্য প্রচেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্টাফ রিপোর্টার জানান- রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় আদম আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও তিন জন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে আদম আলী মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।আহতরা হলেন– নিহতের ছেলে সাকির আলী (১৬), মেয়ের জামাই শাখাওয়াত হোসেন (৩৫) ভাতিজা নবী হোসেন (৫০) ও সিএনজিচালক মিজান। আদম আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মুক্তা রামপুর গ্রামের ওয়ারেজ আলীর সন্তান। মৃতের ভাতিজা মো. মাসুম জানান, তার চাচা পেশায় কাপড় ব্যবসায়ী। ছেলে শাকিরকে ডাক্তার দেখাতে পরিবারসহ রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছিলেন। পরিবারের চার সদস্য সিএনজি অটোরিকশায় করে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে আসাদগেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হন। পরে ঢামেক হাসপাতালে আদম আলীর মৃত্যু হয়।

বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি জানান- বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাস ও পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন বাস-ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে মাহাবুব হোসেন (৪৫) নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহাবুব হোসেন সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

কক্সবাজার প্রতিনিধি জানান- এছাড়া কক্সবাজারের চকোরিয়ায় বাসের ধাক্কায় হুমায়ুন কবির নামে এক যুবক নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডুমখালী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার বশির আহমদের ছেলে। জানা গেছে, আগামী সোমবার তার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের তিনদিন আগেই তিনি দুর্ঘটনায় মারা যান। এ নিয়ে এলাকায় ও পরিবারে চলছে শোকের মাতম। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সকালে কক্সবাজারগামী অজ্ঞাত বাসের ধাক্কায় নোমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। 

কুষ্টিয়া প্রতিনিধি জানান-  কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।দুপুরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহাগ মোটরসাইকেলে ডাংমড়কা শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রীর ছাউনির সামনে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়লে ঘাতক ট্রাকের চাপায় সোহাগ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান- কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশার চাপায় আরশি আক্তার(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আরশি ধামশ্রেনী ইউনিয়নের সুড়িরডারা এলাকার এজাবুল হকের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে সুড়িরডারা মোড়ের দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পারাপারের সময় ফকিরেরহাট থেকে আসা দ্রুত গতির একটি অটোরিকশা শিশু আরশিকে চাপা দেয়। এ ঘটনায় শিশু আরশিসহ অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরশিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 


বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ