ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​চাল পোকামুক্ত রাখতে চাইলে মেনে চলুন কিছু টিপস

আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৭:২২:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০৭:২২:১৫ অপরাহ্ন
​চাল পোকামুক্ত রাখতে চাইলে মেনে চলুন কিছু টিপস
বাংলা স্কুপ, ২০ সেপ্টেম্বর ২০২৪: 
দুইদিন পর পরই আকাশ ভেঙে নামছে বৃষ্টি।  বর্ষাকাল যেন এবার যাচ্ছেই না। স্যাঁতসেঁতে আবহাওয়ায় চালে চটজলদি পোকা ধরে যায়। চাল পোকামুক্ত রাখতে চাইলে কিছু টিপস মেনে চলুন।
১/ চাল সব সময় মুখবন্ধ পাত্রে রাখবেন। প্লাস্টিক না ব্যবহার করে বড় স্টিলের ড্রামে রাখতে পারলে ভালো হয়। এতে চাল ভালো থাকে।
২/ চাল রাখার সময় ড্রামে তাতে কয়েকটা নিম পাতা বা তেজপাতা দিয়ে দিন। পোকা আসবে না। 
৩/খোসাসহ কয়েকটি রসুন রেখে দিন চালের মধ্যে। শুকিয়ে গেলে বদলে দেবেন রসুনগুলো। রসুনে থাকা সালফার পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে।
৪/ কয়েকটি লবঙ্গ ফেলে দিন চালের মধ্যে। পোকামুক্ত থাকবে চাল।
৫/ পাত্রে কয়েকটি শুকনা মরিচ রাখলেও মুক্তি মিলবে পোকা থেকে।
৬/ চাল  মাঝে মাঝে কড়া রোদে দেবেন । পোকা আক্রমণ করবে না।
ডেস্ক/হাসিবুর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ