ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০১:২৫:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০১:২৫:১৪ অপরাহ্ন
সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক সংবাদচিত্র: সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর দুই ছেলে মালুছ গারো ও করল গারো। সম্পর্কে তারা আপন দুই ভাই।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে।এদিকে, একই দিনে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির অভিযানে ভারতীয় চোরাইপণ্যের বড় একটা চালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ টাকা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ