টিউলিপ যখন ভালোবাসার প্রতীক!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০১-২০২৫ ০৭:২৩:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০১-২০২৫ ০৭:২৩:০২ অপরাহ্ন
টিউলিপ, দারুণ মনমুগ্ধকর ফুল। রং-রূপ-আকৃতি-এসব বিবেচনায় টিউলিপ পৃথিবীর সেরা কয়েকটি ফুলের মধ্যে অন্যতম। শীতপ্রধান দেশে বসন্তের ফুল টিউলিপ। অসাধারণ এই ফুলটি সবসময় প্রস্ফুটিত অবস্থায় থাকে না। সূর্যের আলোয় নিজেকে মেলে ধরলেও আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে টিউলিপ নিজেকে গুটিয়ে নেয়।
টিউলিপের উৎপত্তি পারস্যে। বলা হয়, ষোড়শ শতাব্দীতে, অটোমান সম্রাজ্যের সুলতানদের সময় তুরস্ক ও ইরানে টিউলিপ ফুলের চাষ প্রসারিত হয়। সেই সময়ে এলিট পরিবারের সদস্যরা এ ফুলের চাষ করতো। ষোড়শ শতকের প্রথম দিকে ইউরোপ ও নেদারল্যান্ডসে টিউলিপ ছড়িয়ে পড়ে।
বর্তমানে, তুরস্ক ও নেদারল্যান্ডসের জাতীয় ফুল টিউলিপ। নেদারল্যান্ডসের আমস্টারডামের কোকেনহফ টিউলিপ বাগান বিশ্বসেরা। প্রতি বছর বিশ্বের ১.৫ মিলিয়ন পর্যটক এই টিউলিপ বাগান পরিদর্শন করে।
পারস্যের কবি হাফিজ, ওমর খৈয়াম, শেখ সাদি, ফেরদৌসীর অনেক লেখায় টিউলিপের কথা এসেছে। তুরস্কের লোকজন টিউলিপ বাগানকে স্বর্গের উদ্যানের সঙ্গে তুলনা করে থাকে। পারস্যে লাল টিউলিপকে ভালবাসার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়।
তুরস্কের জাতীয় বিমান সংস্থা ‘তার্কিস এয়ার’ এর মনোগ্রামে গ্রে টিউলিপ স্থান পেয়েছে। ইরানের জাতীয় মনোগ্রামে আরবি ‘আল্লাহ’ শব্দটি টিউলিপ ফুলের আদলে তৈরি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স