ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৭:০০:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৭:০০:০৯ অপরাহ্ন
​মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস! ​সংবাদচিত্র : সংগৃহীত
কামরাঙ্গীরচর থানার রসুলপুর ৮ নম্বর গলিতে সালমা (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে হাজারীবাগ সালেহা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রিনা আক্তার জানান, আমার স্বামী সৌদি প্রবাসী। আমার মেয়ে খুবই জেদি প্রকৃতির ছিল। সকালে না খেয়েই স্কুলে যায়। স্কুল থেকে আসলে আমি আমার মেয়েকে খাবার খেতে বলি এবং একটু বকা দেই। পরে আমার ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, আমার মেয়ে আগামী বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানা বদরপুর গ্রামে। বর্তমানে পূর্ব রসুলপুর ৮ নং গলি মুস্তাকিম মিয়ার বাসার ভাড়া থাকি। আমার এক ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল বড়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানিয়েছি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ