ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে ভারত: রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৬:১৪:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৯:২১:৫৩ অপরাহ্ন
​শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে ভারত: রিজভী ​সংবাদচিত্র : সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

তিনি বলেছেন, সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে দাবি করে এখনো বাংলাদেশ নিয়ে ধারাবাহিক অপতথ্য প্রচার করছে ভারত। যখন তারা দেখছে অপতথ্য দিয়ে আর লাভ হচ্ছে না তখন আধিপত্য মানসিকতা থেকে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে উঠেপড়ে লেগেছে। বাংলাদেশ নিয়ে এলোমেলো এসব কথা বলার পেছনে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা রয়েছে ভারতের।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের যে পথ শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে সেই পথ খুলে দিতে হবে। দেশের অস্থিরতা ঠিক করার জন্য যতো দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

একইসাথে তিনি প্রত্যেক শহীদ পরিবারের অন্তত এক জনকে সরকারি চাকরি দেয়ার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান।

তিনি বলেন, ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দিয়ে লন্ডনে দামি ফ্ল্যাট দিয়েছে শেখ হাসিনা। হাসিনা নিজের ছেলে ভাগ্নে-ভাগ্নিকে পাচার করা টাকা দিয়ে তাদের জন্য পৃথিবীকে স্বর্গ বানিয়ে রেখেছে। শেখ হাসিনার নাকি এই দেশে কোনো সম্পদ নাই, তাহলে নিজের মেয়ে-ছেলেসহ পূর্বাচলে ৬০ কাঠার প্লট কোথা থেকে এলো?


বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ