ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​আইসিইউতে সাইফ আলি খান, হামলাকারী শনাক্ত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৫:৪৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৫:৪৬:৪৪ অপরাহ্ন
​আইসিইউতে সাইফ আলি খান, হামলাকারী শনাক্ত
বলিউড তারকা সাইফ আলী খান বুধবার গভীর রাতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজের বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলায় আক্রান্ত হন । ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয় তাঁর শরীর। রক্তাক্ত অবস্থায় তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করার পর সাইফ আলী খানকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলি খানকে। আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেয়া হতে পারে সাইফকে।

সাইফ আলির জনসংযোগ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত। তিনি এখন সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, চিকিৎসকেরা তার দেখভাল করছেন। বিবৃতিতে আরও জানানো হয়, তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এদিকে,  সাইফ আলী খানের হামলাকারীকে শনাক্ত করেছে ভারতের মুম্বাই পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। তবে সন্দেহভাজন ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার যে বাড়িতে সাইফ আলী খান থাকেন, সেটি ১২ তলা ভবন। ভবনটির চারটি তলা নিয়ে সাইফ আলী খানের বাসা। কড়া নিরাপত্তা পেরিয়ে কীভাবে ১২ তলার ওই বাড়ি ঢুকল হামলাকারী সে প্রশ্নে অবাক পুলিশসহ অনেকেই। এরই তদন্তে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, সাইফ আলী খানের বাড়ির এক গৃহপরিচারিকার পরিচিত ওই যুবক। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটার দিকে ওই বাড়িতে ঢোকেন ওই যুবক। বাড়িতে ঢোকার জন্য তিনি ফায়ার এক্সিটের সিড়ি ব্যবহার করেন। রাত আড়াইটার দিকে গৃহপরিচারিকার সঙ্গে কথা কাটাকাটির শব্দ শুনতে পান সাইফ আলী খান। এরপর সেখানে সাইফ আলী খান গেলে তার সঙ্গে ওই যুবকের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্ত সাইফ আলীকে ছয়বার ছুরিকাঘাত করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সাইফ আলী খান আহত হওয়ার পর ওই দুর্বৃত্তকে একটি ঘরে বন্দি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেখান থেকে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে তিনি ওই যুবককে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন এবং পরবর্তীতে কোনও বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ