ঢাকা , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​গতি ফিরেছে চিংড়ি রফতানি খাতে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৫:০২:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৫:০২:৪৫ অপরাহ্ন
​গতি ফিরেছে চিংড়ি রফতানি খাতে প্রতীকী ছবি
ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চিংড়ি রফতানি খাত। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে রফতানি বেড়েছে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২২৪৭ মেট্রিক টন। ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত উৎপাদন ও রফতানি খাতে বিশেষ নজর দেয়ার আহ্বান ব্যবসায়ীদের।

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দফতরের (এফআইকিউসি) তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রফতানি হয়েছে ১১ হাজার ৩১৮ মেট্রিক টন। যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ২ হাজার ২৪৭ মেট্রিক টন বেশি। টাকার অঙ্কে রফতানির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। তবে বিষয়টি এখনও বড় করে দেখছেন না রফতানিকারকরা। ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রাখতে বহির্বিশ্বে বাজার তৈরি, বিভিন্ন মেলায় অংশগ্রহণ ও মানসম্মত চিংড়ি উৎপাদন বাড়াতে কার্যকারী পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। 

ফাহিম সি ফুড প্রসেসিং অ্যান্ড ফার্মিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ হাসান পান্না বলেন, ইউরোপ, আমেরিকায় প্রচার-প্রচারণা বাড়াতে হবে। কোরিয়া ও চায়নাতে নতুন বাজার তৈরি হয়েছে। সেখানে মানসম্মত পণ্য পাঠাতে হবে। না হলে বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে। 

রফতানি বাড়াতে উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলছেন ব্যবসায়ীরাও। এজন্য চাষিদের আর্থিক প্রণোদনাসহ আলাদা চিংড়ি জোন তৈরির দাবি তাদের। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেন বলেন, বিদেশি ক্রেতা আকৃষ্ট করতে মানসম্মত উৎপাদন বাড়াতে হবে। উন্নত করতে হবে যোগাযোগসহ অবকাঠামোগত পরিবেশ। তৈরি করতে হবে আলাদা চিংড়ি জোন।

আর মৎস্য বিভাগ বলছে, রফতানি বাড়াতে নতুন উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। খুলনার মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা লিপটন সরদার বলেন,চিংড়ির উচ্চফলনশীল জাত ভেনামি চাষের অনুমোদন দিয়েছে সরকার। পোনা ও খাবার উৎপাদনেও সাহায্য করা হচ্ছে। চিংড়ি জোন করা হলে চাষের জায়গাগুলোতে সরকারি পলিসি বাস্তবায়ন করতে সুবিধা হবে। মৎস্য বিভাগের তথ্যমতে, ২০১৭-১৮ অর্থবছরে খুলনা থেকে চিংড়ি রফতানি হয় ২৫ হাজার ৫৩০ মেট্রিক টন। ক্রমাগত কমে সবশেষ গত অর্থবছরে যার পরিমাণ ছিল ১৫ হাজার ৪৫০ মেট্রিক টন।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ