ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে শুক্রবার যাত্রী নিয়ে ছুটল মেট্রোরেল

আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৬:৫৯:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৪ ০১:৫৩:২৩ অপরাহ্ন
অবশেষে শুক্রবার যাত্রী নিয়ে ছুটল  মেট্রোরেল মেট্রোরেল। ফাইল ফটো
বাংলা স্কুপ, ২০ সেপ্টেম্বর ২০২৪: 
অবশেষে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার যাত্রী নিয়ে ছুটল মেট্রোরেল। শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে এই যাত্রা শুরু হল। প্রথম দিনই যাত্রীতে পূর্ণ ছিল মেট্রো ট্রেন। বিশেষ করে উত্তরামুখি ট্রেনে যাত্রীর চাপ ছিল খুব বেশি।
এদিন প্রথম ট্রেনটি শাহাবাগ পাড়ি দেওয়ার পর আগারগাঁও ও বিজয় স্মরণি স্টেশন থেকে ভিড়ের কারণে অনেক যাত্রী উঠতে পারেননি।    
তবে অন্যান্য স্টেশনের তুলনায় কাজীপাড়া স্টেশনে যাত্রীর চাপ ছিল খুবই কম। শিক্ষার্থীদের আন্দোলনের সময় হামলার শিকার হওয়ার পর আজই প্রথম এই স্টেশনে যাত্রী পরিবহন শুরু হয়। আগের মত কাজীপাড়া স্টেশনে তেমন যাত্রী উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
এদিকে ছুটির দিনে মেট্রো রেল চালু হওয়াতে খুশি সাধারণ যাত্রীরা। আজ বিকেল সাড়ে তিনটায় দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে। মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকেল ৩টা ৫০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ