ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​আমার মতো ফাটিয়ে প্রেম কেউ করেনি: পরীমণি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৪:৪৬:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৪:৪৮:২০ অপরাহ্ন
​আমার মতো ফাটিয়ে প্রেম কেউ করেনি: পরীমণি
পরীমণিকে এইবার দেখা যাবে টালিউডে। তার প্রথম কাজ দেবরাজ সিংহের ‘ফেলু বক্সী’ ছবিতে। আনন্দবাজার পত্রিকা মুঠোফোনে পরীমণি সাক্ষাৎকার নিয়েছে। সেখানে সাংবাদিকের প্রশ্নে ছবির অভিজ্ঞতা ও তাঁর জীবনের ঘটনা শেয়ার করেছেন।

প্রেম করছেন কিনা প্রশ্নে পরী বলেন, তার  আর প্রেম আসে না।  তিনি ওই জোন থেকে বের হয়ে এসেছেন । পরী বলেন, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই’। তার যেন সেই দশা। তার প্রেম নিয়ে তার যত না মাথাব্যথা, বাকিদের যেন বেশি। তিনি বলেন, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো।

পরীমণি জানান, জীবন অনেক কিছু শিখিয়ে দিল। অনেক রকম ভাবে চলতে শেখাল। সম্ভবত, আমার এখন সেই অবস্থা যাচ্ছে। তা ছাড়া, এত প্রেম করেছি! আমার মতো ফাটিয়ে প্রেম বোধহয় ইন্ডাস্ট্রিতে কেউ করেনি। তাই আমার প্রেমের কোটা শেষ।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ