ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভালো চোখে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৩:৪৩:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৪:০৬:৫৫ অপরাহ্ন
ভালো চোখে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার সংগৃহীত ছবি
রাজধানীর বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের চিকিৎসকের বিরুদ্ধে ইরতিজা আরিজ হাসান নামের ১৮ মাস বয়সী শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে চক্ষুরোগ–বিশেষজ্ঞ সাহেদ আরা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, চিকিৎসকের ভুলে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগে ভুক্তভোগী মামলা করেন। এ মামলার পরিপেক্ষিতে অভিযুক্ত চিকিৎসক সাহেদ আরা বেগমের এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা দেড় বছরের বাচ্চার চোখের সমস্যা নিয়ে যান ধানমন্ডি আই হসপিটালে। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কোনো একটি জিনিসের অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। পরে অপারেশনের জন্য এনেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের জায়গায় অপারেশন করা হয়েছে ডান চোখে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুর স্বজনরা। তাদের দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 

বাম চোখের বদলে শিশুর ডান চোখে অপারেশন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ