ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাবেশে হামলার ঘটনা তদন্তের নির্দেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৩:০৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৪:৪১:১৭ অপরাহ্ন
​ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাবেশে হামলার ঘটনা তদন্তের নির্দেশ বুধবারের হামলার ছবি। ফোকাস বাংলা নিউজ
মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভবনের সামনে বুধবার (১৫ জানুয়ারি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া সরকার এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জানিয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।  

প্রেস উইং জানায়, এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। একইসঙ্গে বিচারের আওতায় আনা হবে সব দুর্বৃত্তকে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ ও ধর্মান্ধতার কোনও স্থান নেই। সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, কেউ যদি সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ