বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০১-২০২৫ ০৫:১৭:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০১-২০২৫ ০৫:১৭:২০ অপরাহ্ন
ফাইল ফটো
বান্দরবানের লামায় সাত শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় উপজেলার সরই ইউপির লুলাইং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিকভাবে অপহৃতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, লুলাইন খালের তীরবর্তী এলাকায় ক্ষেত-খামারে কাজ করতে পার্শ্ববর্তী জেলার লোহাগাড়া, চকরিয়া, মানিকপুরসহ কয়েকটি এলাকা থেকে লামায় কাজ করতে যান শ্রমিকরা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে ৭ শ্রমিককে নিয়ে যায়। শ্রমিকদের পরিবারকে ফোন করে জনপ্রতি এক লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে।
সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, ৭ শ্রমিককে অপহরণ করে টাকা দাবি করছে বলে শুনেছি। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।
লামা ক্যায়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.আতিকুর রহমান জানান, অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স