কিশোরগঞ্জে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০১-২০২৫ ০৩:৫৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০১-২০২৫ ০৩:৫৮:১৭ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া গ্রামের ফালু মিয়ার ছেলে মল্লিক মিয়া (৩০) ও নিকলী উপজেলার দামপাড়া এলাকার আব্দুল কাদের ছেলে জহিরুল ইসলাম (২২)।
নিহতদের পরিবারের দাবি, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই দুই রোগী হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাদিরা তাদের ওটিতে না নিয়ে ওয়ার্ডেই অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধা ঘণ্টা পরই তারা মারা যান। এ ঘটনার পর হাসপাতালের সামনের রাস্তা বন্ধ করে স্বজনরা বিক্ষোভ করেন। এতে হাসপাতালসহ আশপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকার জানান, এ ঘটনার পর অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স