কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান
আপলোড সময় :
২০-০৯-২০২৪ ০৫:০৫:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৯-২০২৪ ০৫:০৫:৪৩ অপরাহ্ন
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ফটো
বাংলা স্কুপ, ২০ সেপ্টেম্বর ২০২৪:
সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাঁকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় সাবেক এই মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। পরে দুই পক্ষের শুনানি শেষে আদালত থাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক পরিকল্পনামন্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি উনার শারীরিক অবস্থা ভালো না। আদালত সব কিছু বিবেচনা করে তাঁকে কারাগারে পাঠান।
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স