ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​মেধা ও যোগ্যতা নিশ্চিতে বিশেষজ্ঞ কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০১:৩৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০১:৩৬:৫৩ অপরাহ্ন
​মেধা ও যোগ্যতা নিশ্চিতে বিশেষজ্ঞ কমিটি
বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানিতে নিয়োগ, পদোন্নতি, জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে জটিলতা নিরসনে চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১২ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখার উপসচিব মাসুদা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশ (স্মারক নং : ২৭.০০.০০০০.০৮৮.৩৪.০০১.১৬.১৭) থেকে এ তথ্য জানা গেছে।

কমিটির আহ্বায়ক শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব ও পাবলিক পলিসি বিশেষজ্ঞ আব্দুল হালিম। সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়) ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)। এই বিশেষজ্ঞ কমিটিতে কারিগরী সদস্য হিসেবে রয়েছেন  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিদ্যুৎ বিতরণী কোম্পানিগুলোতে নিয়োগ, পদোন্নতিসহ বিভিন্ন কার্যক্রমে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের কারণে মেধা ও জৈষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ ছিল। এ বিষয়গুলো আমলে নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশে কোম্পানিগুলোকে একটি সুষ্ঠু ও যুগোপযোগী নীতিমালার আওতায় আনতেই এই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কর্মপরিধি নির্ধারণ করে অফিস আদেশে বলা হয়-
(ক) কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধানাবলিতে উল্লিখিত নিয়োগ যোগ্যতায় যেসব শর্ত রয়েছে বর্তমান প্রেক্ষাপটে তা পর্যালোচনাপূর্বক যুগোপযোগী করে সুপারিশ প্রণয়ন;

খ) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থা/কোম্পানিসমূহে নিয়োগ, পদোন্নতি, জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ বিভিন্ন ( অভিযোগ/দাবী-দাওয়া সম্পর্কিত আবেদনের বিষয়ে বিধি-বিধানের আলোকে সুপারিশ প্রদান;

(গ) কমিটির আহ্বায়ক কমিটির সদস্যগণের মধ্যে থেকে সদস্য সচিব নির্বাচিত করবেন।

আদেশে আরো বলা হয়, বিদ্যুৎ বিভাগ প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই করে যৌক্তিক আবেদনসমূহ কমিটিতে প্রেরণ করবে। সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা/কোম্পানি কমিটির কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট তথ্য-উপাত্তসহ চাহিত সকল ডকুমেন্ট কমিটিকে সরবরাহ করাসহ সার্বিক সহযোগিতা প্রদান করবে।

এ বিষয়ে বিদ্যুৎ বিতরণী কোম্পানিগুলোর পদবঞ্চিত একাধিক প্রকৌশলী ও কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাংলা স্কুপকে বলেন, উদ্যোগটি বাস্তবায়িত হলে সৎ, যোগ্য ও মেধাবী কর্মকর্তারা সঠিক মূল্যায়ন পাবেন। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ