ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​কারাগারে এস কে সুর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৭:৩৫:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৭:৩৬:৩০ অপরাহ্ন
​কারাগারে এস কে সুর ​ফাইল ফটো
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (৬৮) কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর এস কে সুরকে আদালতে নেওয়া হলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। দুদকের পক্ষে মাহমুহ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। 

তবে এস কে সুরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর দুদক মামলা করে।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ