ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​শীতে জমে কনসার্ট

পারিশ্রমিকের শীর্ষে ‘নগরবাউল’ জেমস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৭:১৮:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৭:১৮:৩৮ অপরাহ্ন
পারিশ্রমিকের শীর্ষে ‘নগরবাউল’ জেমস ​ফাইল ফটো

ষড়ঋতুর দেশে জেঁকে বসেছে শীত। শীতকাল মানেই ছুটি, ভ্রমণ, আনন্দ আর কনসার্ট। এসব কনসার্টে ঢল নামে তারুণ্যের। শীতকাল সংগীতশিল্পীদের ইনকামের মৌসুমও বটে। সারা বছর যেমন তেমন কাটলেও শীতকাল এলেই দম ফেলার ফুরসত মেলে না তাদের।

বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি কনসার্টের জন্য শিল্পীদের ছুটতে হয় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এ জন্য তারা পারিশ্রমিকও নেন মোটা অঙ্কের। চলুন তবে এক নজরে জেনে আসি একটি কনসার্টে গান গাওয়ার জন্য দেশের তারকা কণ্ঠশিল্পীরা কে কত পারিশ্রমিক নেন।

জেমস
কনসার্ট আর জেমস, এই দুটি শব্দ যেন সমার্থক। ‘নগরবাউল’ খ্যাত এ সংগীত তারকার গান শোনার জন্য মুখিয়ে থাকেন সংগীতপ্রেমীরা। কনসার্টের উচ্চ পারিশ্রমিকের বেলায় দ্বিতীয়বার ভাবেন না নব্বই দশকের জনপ্রিয় এই ব্রান্ড তারকা।

ঢাকার ভেতরে কনসার্টপ্রতি ৮ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জেমস। ঢাকার বাইরে কনসার্ট করতে জেমস পারিশ্রমিক নেন ১২ থেকে ১৪ লাখ টাকা। তবে জেমসের কনসার্ট সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে লাইভ করা হলে পারিশ্রমিকের সঙ্গে যোগ করতে হয় আরও ৪ লাখ টাকা।

 হাবিব ওয়াহিদ
জেমস ও মমতাজের পর কনসার্টের চাহিদায় তুঙ্গে আছেন হাবিব ওয়াহিদ। প্রতিটি কনসার্টের জন্য সাড়ে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এ সংগীতশিল্পী।

তাহসান রহমান খান
কনসার্টের আয়োজকদের কাছে চাহিদায় পিছিয়ে নেই তাহসান রহমান খানও। প্রতিটি কনসার্টের জন্য সাড়ে ৩ লাখ টাকা পারিশ্রমিক নেন জনপ্রিয় এই গায়ক।

হৃদয় খান
৩ লাখ টাকা পারিশ্রমিকে কনসার্ট করে থাকেন হৃদয় খান। এই টাকার ভেতর অন্তর্ভুক্ত থাকেন মিউজিশিয়ানরাও।

মিলা ইসলাম
একসময় কনসার্ট মানেই নাম আসতো মিলার। তার চাহিদা এখন কমেছে। দেড় লাখ টাকা পারিশ্রমিকে বর্তমানে কনসার্ট করে থাকেন তিনি।

মাঈনুল আহসান নোবেল
একটি কনসার্টের গান গাইতে বর্তমানে ৫ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন ‘সা রে গা মা পা’র দ্বিতীয় রানারআপ বিজয়ী মাঈনুল আহসান নোবেল। তবে নানা বিতর্কের জেরে বর্তমানে তিনি খুব কমিই ডাক পান কনসার্টে।

জাকিয়া সুলতানা কর্ণিয়া
চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। কনসার্ট করতে ৩ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

ইমরান মাহমুদুল
২ লাখ টাকা হলে মঞ্চে ওঠেন এই প্রজন্মের কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তবে এই খবর বছর দুয়েক পুরনো। বর্তমানে ইমরানের চাহিদা এবং পারিশ্রমিক দুটিই বেড়েছে। বর্তমানে চার-পাঁচ লাখের নিচে কনসার্টে ‘হ্যা’ বলেন না তরুণ প্রজন্মের এই আইকন।

পড়শী
‘খুদে গানরাজ’ পড়শী প্রতিটি কনসার্টের জন্য ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

এছাড়া ৩ লাখ টাকায় কনসার্ট করে থাকেন ফাতেমা তুয যোহরা ঐশী। আড়াই লাখ থেকে তিন লাখ টাকা নেন নাজমুন মুনিরা ন্যান্সি। দিলশাদ নাহার কনা নেন ২ থেকে আড়াই লাখ টাকা। দেড় লাখ টাকায় কনসার্টে কণ্ঠ ছাড়েন সোমনুর মনির কোনাল ও পারভেজ সাজ্জাদ।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অনেকেই কয়েকটি ইভেন্টের সঙ্গে কনসার্ট করেন। কনসার্টে গাওয়ানোর বিনিময়ে শিল্পীদের পারিশ্রমিক থেকে কমিশন কেটে নেয় ওই ইভেন্ট সংস্থাগুলো।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ