ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​গাজীপুরে বন্ধ ১৬ কারখানা খোলার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৩:৪৭:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৩:৪৭:৪৭ অপরাহ্ন
​গাজীপুরে বন্ধ ১৬ কারখানা খোলার দাবিতে মানববন্ধন ​সংবাদচিত্র : সংগৃহীত
গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৬ কারখানা খুলে দেওয়া ও ব্যাংকিং সুবিধা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শ্রমিক-কর্মকর্তা ও কর্মচারীরা। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশ ধরে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকাল থেকে চাকরি হারানো কয়েক হাজার শ্রমিক এই কর্মসূচিতে যোগ দেন। 

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত ৪০ হাজার শ্রমিক।
 
মানববন্ধনে শ্রমিকরা জানান, আমাদের প্রতিষ্ঠানের সকল কারখানার পুনরায় চালু করার দাবি জানাচ্ছি। আমাদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা কাজের পরিবেশ বহাল চাই। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও অনন্য সকল বকেয়া দাবি পূরণ করতে হবে। 

এ ঘটনায় শিল্প পুলিশ-২ এর এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, “বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করছেন। প্রায় ৯-১০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হচ্ছে।”

তিনি আরো বলেন, “শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মহাসড়ক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।”

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ