ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১৪৪ ধারা

আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৩:৪৭:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০৭:২৩:১৮ অপরাহ্ন
খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১৪৪ ধারা ​খাগড়াছড়ির উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাঙামাটিতেও।। সংবাদচিত্র : সংগৃহীত

বাংলা স্কুপ, ২০ সেপ্টেম্বর ২০২৪: 
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষের উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাশের জেলা রাঙামাটিতেও। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শহরে  দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা-সংঘর্ষ, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
খাগড়াছড়ির সদর উপজেলায় বেলা দুইটা থেকে ১৪৪ ধারা জারির নোটিশ জারি করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত আদেশে শুক্রবার রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকার কথা বলা হয়েছে।
একইভাবে বেলা একটা থেকে ১৪৪ ধারা জারি করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শুক্রবার সকালে খাগড়াছড়ির দীঘিনালায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে পাহাড়ি শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বনরুপা বাজারে গেলে পুরো শহরে গুজব ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে তৈরি হয় আতঙ্ক। এ সময় বনরুপা বাজারে হামলা চালানো হয়। আগুন দেওয়া হয় একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে। পরে সেনবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 
নিউজ ডেস্ক/এসকে

খাগড়াছড়িতে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৩

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ