ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০১:৫৪:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০১:৫৪:৫৯ অপরাহ্ন
বাঘায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত ​ফাইল ফটো

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রামের মীরগঞ্জ সাজির বটতলা নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানি ঘটে।

নিহতরা হলেন- লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

জানা গেছে, মনিগ্রামের মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে পারিবারিক কাজ সেরে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি লালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রামের মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় আখ বোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রাক ও আখ টানা ট্রলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ